ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে

প্রকাশিত: ২২:৪৩, ৩০ ডিসেম্বর ২০২০

শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের ধরন একই থাকবে। শুক্রবার থেকে আস্তে আস্তে কমতে থাকবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে জানুয়ারিতে আবার শৈত্যপ্রবাহ আসতে পারে বলে তারা জানায়। এদিকে শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। কনকনে শীতে খেটেযাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছেই। শীত নিবারণে তাদের গরমে কাপড়ের বড়ই অভাব। আগুনে খড়কুটা জ্বালিয়ে সকাল-সন্ধ্যা শীত নিবারণ করছে তারা। তবে সারাদিনের পর্যাপ্ত সূর্যের আলো থাকায় দিনেরভাগে ভোগান্তি অনেকটাই কম হচ্ছে। আবহাওয়া অফিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের ধরন একই থাকবে। তবে এক জানুয়ারি থেকে আস্তে আস্তে শৈত্যপ্রবাহ কমবে। বাড়বে তাপমাত্রা। তিনি বলেন, এই দফায় কেটে যাওয়া ৫ থেকে ৬ দিনের মাথায় আরও এক দফা শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে সেটি নির্বাচন করছে পরবর্তী পর্যবেক্ষণের ওপর। তিনি জানান, জানুয়ারি মাসে স্বাভাবিক শীতের অনুভূতি থাকবে। এদিকে আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবারও চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত বাড়ার পাশাপাশি আজ শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে। খুলনা বিভাগ ও ১১টি অঞ্চলের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে। মাদারীপুরে ৯ দশমিক ৬, গোপালগঞ্জে ৮ ডিগ্রী, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রী, রাজশাহীতে ৭ দশমিক ৭, ঈশ্বরদীতে সাড়ে ৮ ডিগ্রী, বদলগাছীতে ৯ ডিগ্রী, দিনাজপুরে ৯ ডিগ্রী, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রী, রাজারহাটে ১০ ডিগ্রী, খুলনায় ১০ ডিগ্রী, সাতক্ষীরায় ৯ দশমিক ৫ ডিগ্রী, যশোরে ৮ ডিগ্রী, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রী, কুমারখালীতে ১০ ডিগ্রী, বরিশালে ৯ দশমিক ২ ডিগ্রী, খেপুপাড়ায় ১০ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
×