ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১৬তম সভা

প্রকাশিত: ২৩:২৯, ২৩ ডিসেম্বর ২০২০

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১৬তম সভা

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১৬তম সাধারণ সভা মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাসে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় বিএনএসিডক্লিউসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। জাতীয় কর্তৃপক্ষের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে সভায় আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সবাইকে অবহিত করেন। রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা এবং সমন্বয়কারী সংস্থা তৈরির ব্যাপারে আলোচনা করা হয়।- আইএসপিআর
×