ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এনজিও কর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাই মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২৩:১৬, ১৮ ডিসেম্বর ২০২০

এনজিও কর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাই মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নরসিংদীতে এনজিও কর্মী শান্তা আক্তারের হাতের কব্জি কেটে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ সদস্যরা। নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাত তিনটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ রুবেল মিয়া (২৬), আব্দুল বাদশা মিয়া (২২), সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। বৃহস্পতিবার বেলা দুটায় র‌্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য জানান। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ এক লাখ ৯১ হাজার ৫শ’ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি গেঞ্জি, একটি ক্যাপ ও ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, মঙ্গলবার দুপুরে ‘আশা’ এনজিওর কর্মী শান্তা আক্তার (৩১) নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে ঋণের কিস্তির দুই লাখ ৬৩ হাজার টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় মোঃ রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া পশ্চিম কান্দাপাড়ার সরকারী মহিলা কলেজের সামনে ওঁৎ পেতে থেকে ওই এনজিও কর্মীর রিক্সার গতিরোধ করে। পরে ওই এনজিও কর্মীর টাকাভর্তি ভ্যানিটি ব্যাগ রুবেল মিয়া ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় এনজিও কর্মী তার টাকার ব্যাগটি ধরে রাখতে চাইলে তার সহযোগী বাদশা মিয়া চাপাতি দিয়ে কুপিয়ে এনজিও কর্মীর বাম হাতের কব্জি কেটে ফেলে। টাকাভর্তি ব্যাগটি ছিনতাই করে নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়ায় রুবেলের শ্বশুর বাড়িতে আত্মগোপন করে। সেখানে তারা এনজিও কর্মীর ভ্যানিটি ব্যাগটি আগুনে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় আশা এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল শিকদার বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামি রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়। রুবেলের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে এক লাখ ৯১ হাজার পাঁচ শ’ টাকা উদ্ধার করা হয়।
×