ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ করে হালদার পানি দূষণ, জীববৈচিত্র্য হুমকিতে

প্রকাশিত: ১৭:৩৬, ৩ ডিসেম্বর ২০২০

হঠাৎ করে হালদার পানি দূষণ, জীববৈচিত্র্য হুমকিতে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী হঠাৎ দুষিত হয়ে পানির রং পরিবর্তন হয়ে পড়েছে। হালদার পানির স্বাভাবিক রং পরিবর্তন হওয়াতে হালদা পাড়ের বিভিন্ন এলাকার উৎসুক জনতার ভীড় জমে যায়। আজ বৃহস্পতিবার বিকালে পানি দূষণের চোখে পড়ে। ঐদিন অপরাহৃ আড়াইটার সময় হালদায় জোয়ার শুরু হলে গাঢ বিশ্রী রং মিশ্রিত পানি প্রবাহ দেখা যায়। ধারনা করা হচ্ছে হাটহাজারীর কোন কলকারখানার নির্গত রাসায়নিক দ্রব্য হালদার পানির সাথে মিশ্রিত হয়ে দুষিত হয়ে পড়েছে। হালদার পানি দুষণ রোধে হাটহাজারী উপজেলা প্রশাসন নানা ভাবে পদক্ষেপ নিলেও কার্যতঃ নির্বিকার। প্রশাসন হালদাকে বাঁচাতে হাটহাজারী এক শত মেগাওয়াট পিকিং প্ল্যান্ট, এশিয়া পেপারমিল সহ অনেক কলকারখানা এখনো বন্ধ রয়েছে। এর পরেও ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অনেক কলকারখানার মালিক জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে বৃদ্ধাঙ্গুল নিষেধ অমান্য করে বিষাক্ত রাসায়নিক দ্রব্য হালদা নদীর সাথে সংযুক্ত খাল-ছড়ায় ছেড়ে দেয়। পরে নির্গত এ রাসায়নিক দ্রব্য হালদায় পড়ে মিঠা পানি দুষিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মিঠা পানির এ হালদা নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে দূষিত নদীতে পরিনত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট মহল ও হালদা পাড়ের জনগন। তাছাড়া, মা মাছ ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।
×