ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারফর্মেন্স আর্টে শ্রেষ্ঠ পুরস্কার অর্জনকারী জবি শিক্ষার্থীদের উপাচার্যের শুভেচ্ছা

প্রকাশিত: ১৬:৪১, ৩ ডিসেম্বর ২০২০

পারফর্মেন্স আর্টে শ্রেষ্ঠ পুরস্কার অর্জনকারী জবি শিক্ষার্থীদের উপাচার্যের শুভেচ্ছা

জবি সংবাদদাতা ॥ তরুণ শিল্পীদের বহুমাত্রিক শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় নবীন শিল্পীদের নতুন ভাবনা ও নতুন উপস্থাপনায় বর্ণিল চিত্রশালার চারটি গ্যালারিতে। স্থাপনাশিল্পে, ক্যানভাসে তরুণেরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেখানে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের মধ্যে পারফর্মেন্স আর্টে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থী শিল্পী নাঈম হোসেন ও তার দল। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে শ্রেষ্ঠ পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং প্রক্টর ড. মোস্তফা কামাল। এসময় নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব শামস্ শাহরিয়ার কবি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
×