ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়িতে যাচ্ছে স্কুল ফিডিং বিস্কুট

প্রকাশিত: ২১:৫৬, ১ ডিসেম্বর ২০২০

বাড়িতে যাচ্ছে স্কুল ফিডিং বিস্কুট

সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর, ৩০ নবেম্বর ॥ মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত কোমলমতি শিশুদের মাঝে দুপুরে খাদ্য চাহিদা পূরণের একটি কর্মসূচী ছিল ‘স্কুল ফিডিং বিস্কুট’। করোনা পরিস্থিতির কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এ কর্মসূচী বাস্তবায়নকারী সহযোগী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের স্কুল ফিডিং বিস্কুট প্রাথমিকে পড়ুয়া সকল শিক্ষার্থীর বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। গত ২৫ নবেম্বর বুধবার থেকে চতুর্থবারের মতো এ কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়িতে এ বিস্কুট পৌঁছে দিতে দেখা গেছে। উল্লেখ্য, গত ১৭ নবেম্বর আওতাভুক্ত স্কুলগুলোতে এ বিস্কুট পাঠাই। সকল প্রতিষ্ঠান প্রধান বুঝে পাওয়ার পরে গত ২৫ নবেম্বর আমাদের ফিল্ড মনিটরগণ স্কুল স্যারদের সাহায্য নিয়ে বাড়িতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এ বিস্কুট তুলে দেয়।
×