ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৪, ২৯ নভেম্বর ২০২০

ডাকাত দলের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে এদের গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সংস্থার চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। গত আগস্ট মাসে ফটিকছড়ি উপজেলার দৌলতপুরের একটি বাড়িতে ডাকাতি করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুঁইমারা এলাকার মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রামের ফটিকছড়ির ভুঁজপুর বাগানবাজার এলাকার মোঃ সেলিম, নোয়াখালীর সুধারাম এলাকার মোঃ মোশারফ ও এলাকার মোঃ ইব্রাহিম খলিল। ডাকাত দলের সদস্যদের তথ্য অনুযায়ী ফটিকছড়িতে ডাকাতির ঘটনায় লুটকৃত স্বর্ণ নগরীর কর্নেলহাট এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। দ্রুত আরোগ্য কামনা জনকণ্ঠ ডেস্ক ॥ ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ড. মোমেনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর বাসসর। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তার দায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি ও পররাষ্ট্র সচিব কিংয়ে সিংয়ে পৃথক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
×