ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে শেষ হবে চট্টগ্রাম পোর্ট কানেকটিং সড়কের কাজ

প্রকাশিত: ২১:৪৯, ২৮ নভেম্বর ২০২০

ডিসেম্বরের মধ্যে শেষ হবে চট্টগ্রাম পোর্ট কানেকটিং সড়কের কাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং সড়কের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তিন বছর ধরে এই সড়কটির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার সকালে পোর্ট কানেকটিং সড়কে সাগরিকা মোড় হতে কলকা মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ উদ্বোধন করেন চসিক প্রশাসক সুজন। এ সময় তিনি বলেন, বন্দরনগরীর লাইফলাইনখ্যাত পোর্ট কানেক্টিং রোড কার্পেটিংয়ের কাজ শুরু হওয়ায় আমি খুশি। তিন বছর ধরে এই সড়কটির কারণে নাগরিকদের নিদারুণ কষ্ট ও ভোগান্তি পোহাতে হয়েছে। এই পিসি রোডের মোট ৬ কিলোমিটারের মধ্যে এখন সাগরিকা হতে কলকা মোড় পর্যন্ত কার্পেটিং করা হচ্ছে। বাকি ৪ কিলোমিটার কলকা হতে তাসফিয়া পর্যন্ত অংশেও কার্পেটিং করা হবে। কলকা মোড়ে একই প্রকল্পের অধীনে কালভার্টও নির্মিত হচ্ছে। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে পুরো পিসি রোডের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের কার্যাদেশ বাতিল হবে বলে প্রশাসক ঘোষণা দেন।
×