ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে মেয়র, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ২১:৩১, ২৮ নভেম্বর ২০২০

ভৈরবে মেয়র, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৭ নবেম্বর ॥ ভৈরবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে ভৈরব পৌরসভার মেয়র, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, ভৈরব পৌরসভার ৩ জন কাউন্সিলরসহ ১১ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ২ কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভৈরবের মোঃ তাবারুক হোসেন নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন, ভৈরব পৌরসভার মেয়র এ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মোঃ আল-আমিন, পৌর কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম, কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, পুলিশের এসআই মাজহারুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী ইমাম হোসেন, জিল্লুর রহমান, বাদল মিয়া, লিয়াকত আলী ও আঃ হেকিম। বাদীর এজাহার সূত্রে জানা গেছে একটি ওয়ারিশান সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় গত ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর বাদী তাবারুক হোসেনকে তার বাড়ি থেকে পৌরসভায় ডেকে এনে তাকে পুলিশে সোপর্দ করেন। পৌরসভার প্রধান সহকারী ইমাম হোসেন তার বিরুদ্ধে মামলা দিলে তাকে কারাগারে পাঠায় পুলিশ। তবারুক হোসেন দুইমাস ১৭ দিন জেল খাটার পর হাইকোর্ট থেকে জামিনে বের হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি তাবারুক হোসেনকে মুক্তি দিয়ে আদালত মামলাটি খারিজ করে দেয়। এ ঘটনায় তাবারুক হোসেন বৃহস্পতিবার কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রাট আমলী আদালত-২ এ দুই কোটি টাকার মানহানি মামলা করেন।
×