ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণ দেয়া যাবে

প্রকাশিত: ২১:২৩, ২৪ নভেম্বর ২০২০

মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণ দেয়া যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত সব ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন দেয়া যাবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, বিগত ২৬ অক্টোবর, ২০০৯ এর পূর্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি সব মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ প্রদানের সুবিধা ছিল। পরবর্তীতে ২৬ অক্টোবর ২০০৯ তারিখে ডিরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/ ২০০১-৪৩/২০৩ এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনের ঋণ সুবিধা বন্ধ করা হয়। এরপর ডিরেক্টিভ নং: এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/২০৩ তারিখ ২৬ অক্টোবর, ২০০৯ বাতিল করা হয়। ৫ কোম্পানির লেনদেন চালু আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আজ মঙ্গলবার। কোম্পানিগুলো হচ্ছে -স্যালভো কেমিক্যাল, সায়হাম কটন, মেট্রো স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মা ও গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
×