ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে মাইন্ড এইডের চারজন কারাগারে

জাতীয় মানসিক স্বাস্থ্যের কর্মকর্তারা অবরুদ্ধ, ডাঃ মামুনের মুক্তি দাবি

প্রকাশিত: ২৩:০৮, ১৯ নভেম্বর ২০২০

জাতীয় মানসিক স্বাস্থ্যের কর্মকর্তারা অবরুদ্ধ, ডাঃ মামুনের মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসার নামে সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ডাঃ আব্দুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক নার্সসহ কর্মকর্তা-কর্মচারী। বিক্ষোভকারীরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরিচালকসহ উর্ধতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন। এদিকে সাত দিনের রিমান্ড শেষে মাইন্ড এইড হাসপাতালের কো-অর্ডিনেটরসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১৭ নবেম্বর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুই দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকাল থেকেই ডাঃ মামুনের মুক্তি দাবিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিক্ষোভ করতে থাকেন। তারা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেন। সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটির পরিচালক ও জ্যেষ্ঠ চিকিৎসকরা। বিক্ষোভকারীদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বেআইনীভাবে সরকারী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, হাসপাতালের জুনিয়র ও সব কর্মকর্তা-কর্মচারী ডাঃ মামুনের মুক্তির বিষয়ে কী কী পদেক্ষেপ নেয়া হয়েছে তা জানতে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বিষয়টি এখন আইনী প্রক্রিয়ার মধ্যে। আইনগতভাবেই এটি মোকাবেলা করা হবে। নিয়ম অনুযায়ী হাসপাতালে গ্রেফতার করতে হলে পরিচালককে জানাতে হবে। কিন্তু আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। রেজিস্ট্রার হাসপাতালের ডর্মিটরিতে থাকতেন। তাকে সকালে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ মোতাবেক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাঃ আবু রায়হান বিক্ষোভকারীদের আইনী প্রক্রিয়ার মধ্যে শেষ করার আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিকে বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। এদিকে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মাইন্ড এইড হাসপাতালের কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, হাসপাতালের ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, মোঃ লিটন আহাম্মদ ও মোঃ সাইফুল ইসলাম পলাশকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান আসামিদের কারাগারে পাঠিয়ে দেন। এর আগে হাসপাতালের বাবুর্চি মাসুদ খান, মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, ফার্মাসিস্ট মোঃ তানভীর হাসান এবং ওয়ার্ডবয় মোঃ তানিম মোল্লা, অসীম চন্দ্র পাল ও সজিব চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।
×