ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওসিদের ডিএমপি কমিশনার

মাদকের বিরুদ্ধে আরও কঠোর হয়ে কাজ করুন

প্রকাশিত: ২৩:০৯, ১৭ নভেম্বর ২০২০

মাদকের বিরুদ্ধে আরও কঠোর হয়ে কাজ করুন

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাদকের বিরুদ্ধে আরও কঠোর হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত অফিসারদের এমন নির্দেশ প্রদান করেন তিনি। এছাড়া বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতেও ওসিদের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সভায় ডিএমপির অধীন বিভিন্ন ইউনিটকে ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেন কমিশনার। ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ। ডিএমপি কমিশনার জানায়, বিট পুলিশিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ ছাড়াও আমরা অনেক কাজ একসঙ্গে করতে পারি বলেই এই কার্যক্রমকে অধিক গুরুত্ব দিতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে মাদক-গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়াদের তথ্য নির্ধারিত ফরমে সংগ্রহ করে থানায় সংরক্ষণ করতে হবে।
×