ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফার্স্ট ড্রপ পানি কারাখানাকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৩:০৭, ১৭ নভেম্বর ২০২০

ফার্স্ট ড্রপ পানি কারাখানাকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা উদ্যানের স্মার্ট ফুড এ্যান্ড বেভারেজের ফার্স্ট ড্রপ নামে পানি প্রসেসিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পানি বাজারজাতকরণে স্বচ্ছ জার ব্যবহারের নির্দেশনা থাকলেও অভিযানে রঙিন জারের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া পিউরিফিকেশন যন্ত্রপাতি ব্যবহার ছাড়াই পানি জারে সংরক্ষণ করতে দেখা যায়। একই সঙ্গে পানি বাজারজাতকরণ বিষয়ে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত কর্মচারীদের স্বাস্থ্য সনদ, হালনাগাদ বিএসটিআই লাইসেন্স, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ক্রয়-বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কর্তৃপক্ষকে পানি পিউরিফিকেশন মেশিন সচল রাখা ও প্রসেস এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক, খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×