ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জাতির পিতার জন্মশত বার্ষিকীর আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’

প্রকাশিত: ২৩:০৫, ১৫ নভেম্বর ২০২০

জাতির পিতার জন্মশত বার্ষিকীর আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ ধন্য সেই পুরুষ, যাঁর নামের ওপর রৌদ্র ঝরে/চিরকাল, গান হয়ে/নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যাঁর নামের ওপর/কখনো ধুলো জমতে দেয় না হাওয়া ...। অবিনাশী কীর্তিতে বাংলার জল-হাওয়ায় এমন করেই অম্লান হয়ে আছেন শেখ মুজিবুর রহমান। এ বছরের ১৭ মার্চ ছিল স্বাধীনতার এই মহান স্থপতির জন্মশতবার্ষিকী। শততম জন্মবর্ষে অবিসংবাদিত নেতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নেয়া হয়েছিল বছরব্যাপী নানা কর্মসূচী। গান, কবিতা, চিত্রকলা, নাটকসহ নানা শিল্পীত আয়োজনে মহান নেতার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানানোর কথা ছিল। মহামারীর কারণে থমকে যায় মুজিববর্ষের সেসব অনুষ্ঠান। আর এমন বাস্তবতায় শনিবার সুরের আশ্রয়ে ভার্চুয়াল দুনিয়ায় নিবেদিত হলো সেই শ্রদ্ধাঞ্জলি। সঙ্গীত ও আলোচনায় সজ্জিত মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু শীর্ষক সঙ্গীতাসরটির আয়োজন করে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। সন্ধ্যায় পরিষদের ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। মুজিববর্ষের এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। একক কণ্ঠে গান শোনান জামিউর রহমান লেমন, পাপিয়া আক্তার শাহীনা ও সুস্মিতা সাহা। বঙ্গবন্ধুকে নিয়ে পুরনো গানের পরিবর্তে নতুন কথা ও সুরের সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। নিজের লেখা ও সুরারোপিত গান দিয়ে পরিবেশনা পর্ব শুরু করেন জামিউর রহমান লেমন। প্রথমেই এই শিল্পী গেয়ে শোনান ‘প্রতিদিন সূর্য ওঠে’ শীর্ষক সঙ্গীত। এরপর তার কণ্ঠে একে একে গীত হয় ‘যে আলো দীপ্তি ছড়ায়’, ‘ হাজার তারার ভিড়ে’ ও ‘রাত্রি নিঝুম’ শিরোনামের গান। বিশ্বজিৎ রায়ের কথা ও ফেরদৌস হোসেন ভূঁইয়ার সুরে সাজানো গান দিয়ে পরিবেশনা শুরু করেন পাপিয়া আক্তার শাহীনা। প্রথমে গেয়ে শোনান ‘কেউ পারেনি সারা বাংলা’ শীর্ষক সঙ্গীত। এরপর পরিবেশন করেন আরও তিনটি গান। সেগুলোর শিরোনাম ছিল ‘এক কলঙ্কময় ভেবে’, ‘প্রতিটি নিশ্বাস তুমি’ ও ‘আমার নিত্য তোমার নেতা’। সর্বশেষ পরিবেশনা উপস্থাপন করেন সুস্মিতা সাহা। শরীরীভাবে না হলেও দর্শনের মুজিবের ফিরে আসা বারতায় গেয়ে শোনান- একবার তুমি আসবেই ফিরে/এই বাংলার ’পরে...। এই শিল্পীর গাওয়া পরের গানগুলোর শিরোনাম ছিল ‘মানুষের মন কাঁদে’, ‘বঙ্গবন্ধু ফিরে এলে’, ও ‘বঙ্গবন্ধু তুমি মিশে আছো’। বারোটি গানের সজ্জিত দেড় ঘণ্টাব্যাপ্তির সঙ্গীতানুষ্ঠানটির সঞ্চালনা করেন মাহমুদ সেলিম।
×