ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আপীলে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ২২:৫৯, ১২ নভেম্বর ২০২০

আপীলে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের দাবিতে ২০০২ সালে স্ত্রী রেশমা খাতুনকে পুড়িয়ে মারার মামলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এদিকে বালিশকাণ্ড হিসেবে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা পৃথক একটি মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার আপীল ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। স্ত্রী কে পুড়িয়ে মারার মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপীল বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়েজিদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে স্বামী ইমাদুল। গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দী দেন রেশমা। তাতে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। ২৯ জুলাই রেশমা মারা যান। ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। এরপর আসামির মৃত্যুদণ্ড ও জেল আপীল শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। নারী ও শিশু আইনের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির আপীল খারিজ করে তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে আপীল বিভাগ।
×