ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে তদন্ত করতে গিয়ে প্রতিপক্ষের হামলা ॥ আহত ৩

প্রকাশিত: ২১:২৬, ১২ নভেম্বর ২০২০

কিশোরীগঞ্জে তদন্ত করতে গিয়ে প্রতিপক্ষের হামলা ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আদালতের নির্দেশে জমি সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মুশরত পানিয়াল পুকুর গ্রামে। এ সময় তদন্তকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম পালিয়ে রক্ষা পান। আহতরা হলেন নিতাই ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য সফিকুল ইসলাম (৫০), মামলার বাদী মনজুরুল ইসলাম (৪০) ও বাদীর ছোট ভাই রবিউল ইসলাম (৪৫)। আহতদের কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিতাই ইউনিয়নের উক্ত গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে মনজুরুল ইসলাম পৈত্রিক সূত্রে দুই দাগে ৪০ শতক জমি ভোগ দখল করে আসছে। উক্ত জমি নিজেদের দাবি করে একই গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আব্দুল ওহাবের পরিবার ওই জমি জোরপূর্বক দখল করে নেয়। মূল জমির মালিক মনজুরুল ইসলাম এ ঘটনায় নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতকে চলতি বছরের ৪ অক্টোবর একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত জমির বিষয়টি তদন্ত করে নিতাই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে।
×