ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সদরে আরও এক ইউনিয়ন

প্রকাশিত: ২১:৫৯, ১০ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদরে আরও এক ইউনিয়ন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ নবেম্বর ॥ সদর উপজেলার ২১টি ইউনিয়নের সঙ্গে যুক্ত হলো আরও একটি ইউনিয়ন। এ নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাঁড়াল ২২টি এবং ঠাকুরগাঁও জেলায় মোট ইউনিয়ন হলো ৫৪টি। সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলাধীন নতুন সেনুয়া ইউনিয়ন গঠন সংক্রান্ত বিষয়ে বাস্তবতা, সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ, নদী দ্বারা বিভক্তের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত নীতিমালার ন্যূনতম জনসংখ্যা ও আয়তনের বিষয়টি শিথিল করে বিশেষ বিবেচনায় জনস্বার্থে ৪ নং বড়গাঁ ইউনিয়নকে বিভক্ত করে ২২ নং সেনুয়া ইউনিয়নকে অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোনারগাঁয়ে সরকারী খাল ভরাটের চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ৯ নবেম্বর ॥ সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকায় সরকারী খাল অবৈধভাবে ময়লা-আবর্জনা দিয়ে ভরাটের চেষ্টা করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। খাল উদ্ধারে এলাকাবাসী সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী, খাসপাড়া, পাঁচপাড়া, কুতুবপুরসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খাল কাঁচপুর সেনপাড়া গ্রামের জনৈক প্রভাবশালী র্দীঘদিন ধরে ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করছেন।
×