ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:৩৯, ৮ নভেম্বর ২০২০

ঝালকাঠিতে পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৭ নবেম্বর ॥ ঝালকাঠি প্রেসক্লাবে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদুজ্জামান তালুকদার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গত ৩ নবেম্বর জমি দখল নিয়ে প্রতিপক্ষ তাসলিমা বেগম সংবাদ সম্মেলন করে শিক্ষক আমিনুল ইসলামসহ তার পরিবারকে বসতঘর ভেঙ্গে জায়গা দখল করে তারকাঁটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে বলে অভিযোগ করেছিল। শনিবার দুপুর ২টায় ফরিদুজ্জামানের আহূত সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুণœ করা হয়েছে। ফরিদুজ্জামান তার লিখিত বক্তব্যে দাবি করেছেন তার ছেলে মাওলানা আমিনুল ইসলামকে মিথ্যে অপবাদ, মিথ্যে নারী কেলেঙ্কারি, সমাজে মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য তাসলিমা বেগম সংবাদ সম্মেলন করেছিল।তাদের ক্রয়কৃত জমির অংশ সালিশদারের মাধ্যমে তারকাঁটার বেড়া দিয়ে তাদের জমির দখল বুঝিয়ে দেন। তারা তাদের ক্রয়কৃত জমিতে রয়েছে কারও জায়গা বা কারও বাড়িঘর দখল করেন নাই।
×