ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে খামারে ডাকাতি

প্রকাশিত: ২১:৩৯, ৮ নভেম্বর ২০২০

সোনারগাঁয়ে খামারে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ৭ নবেম্বর ॥ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির খামার থেকে ৯ টি ষাঁড় গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতি হওয়া ৯টি গরুর মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি খামার মালিকের । শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সাভারে ৩ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে ইতালি প্রবাসী আমানুল্লাহকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, ১২টি গুলি, একটি ছুরি, দুটি লোহার পাইপ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতাকৃতরা হলো- মোস্তাফিজুর রহমান (৩৮), বারেক সিকদার (৪৫) ও নাসির (৩৮)। ভুক্তভোগী আমানুল্লাহ ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলীর সিদ্দিক আলীর ছেলে। র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে ইসলামী ব্যাংকের আমিন বাজার শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সিযোগে বাড়িতে যাচ্ছিলেন আমানুল্লাহ ও তার স্ত্রী সুমী আক্তার। এ সময় তাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছলে একটি ডাকাত দল তাদের গতিরোধ করে।
×