ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:৩০, ৪ নভেম্বর ২০২০

বেসরকারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা নানা দাবি আদায়ের জন্য ঢাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। তিন ঘণ্টা বিক্ষোভ করার কারণে পুরো ঢাকা যানজটের নগরীতে পরিণত হয়েছিল। বিকেল চারটা দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন মেডিক্যাল কলেজের পরীক্ষায় বসতে নারাজ আন্দোলনকারীরা। তারা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার বেলা এগারোটার দিকে মহাখালীর আমতলীর সড়ক অবরোধ করে রাস্তায় নামেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করার কারণে মহাখালী থেকে বনানী-বিমানবন্দরের সড়কে যানচলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারী ও পুলিশের আন্তরিকতার কারণে রাস্তা অবরোধের ঘটনা ঘটলেও, কোন যানবাহনে ভাংচুরের ঘটনা ঘটেনি। দুপুর দুইটার দিকে বেশ কয়েকটি বেসরকারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের লোকজন সেখানে উপস্থিত হন। তারা করোনার মধ্যে পরীক্ষা নেয়া হবে না বলে মৌখিক আশ্বাস দেন। এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীদের দাবি, করোনাকালে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো পুনরায় নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষা দিতে নারাজ। তারই দাবিতে মূলত বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। বাকি দাবিগুলোর মধ্যে আছে, করোনার দ্বিতীয় ধাক্কা নবেম্বরে আসার আশঙ্কা আছে। এ সময় শিক্ষার্থীরা কোন পরীক্ষায় অংশ নিতে চান না।
×