ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য

প্রকাশিত: ২২:৪৪, ৩০ অক্টোবর ২০২০

কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য

এ রহমান মুকুল, পঞ্চগড় ॥ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হঠাৎ দেখা মিলল হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শরতের মেঘমুক্ত আকাশে কিছুক্ষণের জন্য এক পলক কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পেরে অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রতিবছর হিমালয় কন্যা নামে খ্যাত তেঁতুলিয়া থেকে নবেম্বরের মাঝামাঝি পর্যায়ে নৈসর্গিক সৌন্দর্যম-িত শে^ত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা মিললেও এ বছর অক্টোবরের শেষের দিকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা। বৃহস্পতিবার মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল সকালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘার বিস্ময়কর সৌন্দর্য দেখে অনেকে ছুটে যায় তেঁতুলিয়ার মহানন্দা নদী তীরের ঐতিহাসিক ডাকবাংলো এলাকায়। কিছুক্ষণের জন্য হলেও উপভোগ করেন কাঁটাতারের বেড়ার ওপারে হিমালয়ের সর্বোচ্চ পর্বত চূড়ায় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠে কাঞ্চনজঙ্ঘার চূড়া। এরপর প্রতি মুহূর্তে রং বদলাতে থাকে। কখনও শুভ্র, কখনও গোলাপি আবার কখনও লাল রং নিয়ে হাজির হয় বরফে আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এমনই দৃশ্য উপভোগ করলেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক মনোমুগ্ধকর দৃশ্য দেখে উচ্ছ্বসিত বাংলাবান্ধার সাবেক ইউপি চেয়ারম্যান নাইবুল ইসলাম। তিনি বলেন, নিজের চোখে না দেখলে বিশ^াসই করতে পারতাম না যে অক্টোররেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। একই উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। খালি চোখে নৈসর্গিক এই দৃশ্য দেখে নিজেকে ধন্য মনে করছি। তেঁতুলিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা নীলফামারী জেলার ডিমলা এলাকার ইদ্রিস আলী জানান, এখানে এসে শুনেছি নবেম্বরের মাঝামাঝি সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু হঠাৎ করে আজকেই যে এই অপরূপ দৃশ্য উপভোগ করব তা বিশ^াসই হচ্ছিল না। কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেয়ে সত্যিই অভিভূত হয়েছি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা মাত্র ১১ কিলোমিটার। এছাড়াও সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতাও ৭৪ কিলোমিটার। হিমালয়ের পাদদেশ তেঁতুলিয়া হওয়ায় খালি চোখে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে প্রতিবছর নবেম্বরের মাঝামাঝি অর্থাৎ হেমন্তে দেখা মিলে কাঞ্চনজঙ্ঘা।
×