ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় ইতালি আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ২১:৩২, ২৯ অক্টোবর ২০২০

করোনায় ইতালি আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাই মোল্লার পুত্র কামরুল আহসান মন্টু মোল্লা (৫৮)। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কামরুল আহসান মন্টু মোল্লা ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি ছিলেন। ইতালি বাংলাদেশ সমিতির সহদফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে জনকণ্ঠকে বলেন, ১৯৯০ সাল থেকে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে ইতালিতে বসবাস করা কামরুল আহসান মন্টু মোল্লার রোম সিটিতে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে ইতালিতে তার স্ত্রী ও দুই পুত্র বসবাস করলেও একমাত্র মেয়ে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি (মিজানুর) আরও বলেন, গত ১২ দিন পূর্বে তিনি (মন্টু) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ইতালির কাজল পালঙ্ক কোভিট-৩ অস্টিয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে কামরুল আহসান মন্টু মোল্লা মৃত্যুবরণ করেন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী পুত্রের মৃত্যুর খবর শুনে তার (মন্টু মোল্লা) বৃদ্ধা মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থান করা প্রবাসীর একমাত্র কন্যাসহ নিকট আত্মীয়-স্বজনদের আহাজারিতে প্রবাসীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
×