ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাচ নিয়ে আসছেন শখ

প্রকাশিত: ২২:২৯, ২৬ অক্টোবর ২০২০

নাচ নিয়ে আসছেন শখ

স্টাফ রিপোর্টার ॥ ক্যারিয়ারের শুরু থেকেই দক্ষ অভিনয় শৈলীর মাধ্যমে দর্শক মনে স্থায়ী আসন করে নিয়েছেন আনিকা কবির শখ। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র যেখানেই পা রেখেছেন সেখান থেকেই সাফল্য ছিনিয়ে এনেছেন। কিন্তু ব্যক্তিগত নানা ঝক্কি-ঝামেলায় হঠাৎ করেই এলোমেলো হয়ে যায় সব। একটা সময় টিভি খুললেই দেখা মিলতো যে শখের, সময়ের স্রোতে সেই তিনি এখন অনেকটাই উধাও। তবে শখ ভক্তদের জন্য সুখবর- নাচ নিয়ে ফিরে আসছেন তিনি দর্শকের সামনে। শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজনে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। এখানে নৃত্য পরিবেশন করবেন শখ। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে শখ ছাড়াও নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী সোহেল রহমান, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্যসহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ। নাচের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে আজ সোমবার বিকাল সাড়ে ৫টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ মাসুদ মিয়া। প্রসঙ্গত শখের মিডিয়া যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘স্বাক্ষর’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান তিনি। তারপর লম্বা বিরতির পর ২০০২ সালে ‘অদ্ভুতুড়ে’ নামক একটি ধারাবাহিকের মাধ্যমে প্রত্যাবর্তন করেন তিনি। তবে শখ রাতারাতি আলোচনায় উঠে আসেন মূলত বাংলালিংক দেশ বিজ্ঞাপনের মাধ্যমে। এক বিজ্ঞাপনের মাধ্যেমেই তারকা বনে যান শখ। এরপরের গল্পটা আরও সুন্দর। বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার পর শখের ‘এফএনএফ’ নামের একটি নাটকে পরিচালক রেদওয়ান রনি তাকে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনয়ে রাজি হয়ে যান তিনি। এরপর ‘ফিফটি ফিফটি’, ‘দিবারাত্রি খোলা থেকো’, ‘রং’, এবং ‘কলেজ’ নামে কয়েকটি নাটকে অভিনয় করে কোটি ভক্তের হৃদয়ে জায়গা নেন। কাজ করেছেন দুটি চলচ্চিত্রেও। সর্বপ্রথম তিনি এম বি মানিকের নির্দেশনায় ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর তিনি সানিয়াৎ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন মডেল-অভিনেতা নিলয়।
×