ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিঘ্রই বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করবে ॥ শাহজাহান

প্রকাশিত: ১৭:৩৭, ২০ অক্টোবর ২০২০

শিঘ্রই বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করবে ॥ শাহজাহান

স্টাফ রিপোর্টার ॥ শিঘ্রই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করবে বলে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে ঢাকা-৫ আসনে ভোট কারচুপির প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শাহজাহান বলেন, আমরা এখন বড় দুঃসময় পার করছি, আর ঘওে বসে থাকার সময় নেই। দেশের মানুষ এ সরকারের পতন চায়। তাই আমাদের প্রস্তুতি নিয়ে সরকার পতনে আন্দোলনে শরিক হতে হবে। এর আগে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এটাই হলো আমাদের কাছে এখন বড় কাজ। আল্লার কাছে দোয়া করব, তিনি যেন শক্তি দেন দেশের মানুষের শান্তির জন্য এই আন্দোলনে আমরা সবাই যেন কাজ করতে পারি সবাই এক সঙ্গে। শাহজাহান বলেন, দুঃশাসন থেকে মুক্তি পেতে এ সরকারের পদত্যাগের আওয়াজ তুলতে হবে। ঢাকা-৫ আসনের ভোট থেকে শিক্ষা নিয়ে রাস্তায় নেমে সরকারকে পদত্যাগে বাধ্য করবো।তিনি বলেন, যে আসনে সালাহউদ্দিন আহমেদ বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে তিনি মাত্র তিন হাজার ভোট পেয়েছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তাই এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাত্রাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ।
×