ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ইলিশ শিকার করায় ৬ জনের জরিমানা

প্রকাশিত: ২৩:৩২, ১৫ অক্টোবর ২০২০

হাতিয়ায় ইলিশ শিকার করায় ৬ জনের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১৪ অক্টোবর ॥ নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ পরিবহন করার অপরাধে ৬ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে পরিবহন করে ১৬ পিস ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজার থেকে তিনজনকে আটক করে নৌপুলিশ। আটক তিনজনের বাড়ি হাতিয়ার চরগাসিয়া গ্রামে। তিনজনকে ১৫শ’ টাকা জরিমানা করা হয়। একই দিন কোস্টগার্ড তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি ১৫ পিস ইলিশ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ট্রলারের তিন মাঝি মাল্লাকে ৩ হাজার টাকা জরিমানা করে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়ার গঙ্গামতি এলাকায় সোহাগ খলিফা (২৮), সাইফুল ও ফেরদৌসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল এ দণ্ড দিয়েছেন। একই সময় দ-িতদের কাছ থেকে জব্দ করা ২৫ কেজি ইলিশ এতিমখানায় বিলি করা হয়েছে।
×