ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিভাবকহীন নাটক আর করব না : শাওন

প্রকাশিত: ২১:৩৪, ১৪ অক্টোবর ২০২০

অভিভাবকহীন নাটক আর করব না : শাওন

সংস্কৃতি ডেস্ক ॥ ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন। পেশাগত চাকরির পাশাপশি অভিনয়ে ব্যস্ত তিনি। তাবে চরিত্র এবং গল্প বাছাইয়ের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ এ অভিনেতা। তার ভাষায় প্রয়োজনে কাজ করব না তবে গল্পে ছাড় নয়। মানহীন কাজ করে সংখ্যা না বাড়িয়ে কম হলেও ভাল কাজ করতে চাই। সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন এ অভিনেতা। প্রচারের অপেক্ষায় আছে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের একটি একক নাটক। পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। করোনাভাইরাসে নাকাল জনজীবন। ক্রমশ শোবিজে আক্রান্তের খবর শোনা যাচ্ছে। শাওনকে প্রশ্ন করা হয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কী? সত্যি কথা বলতে সবাই মুখে মুখে স্বাস্থ্যবিধি মানছি বাস্তবে নয়। অভিযোগ বর্তমান নাটক অভিভাকহীন। আপনিও কি তাই মনে করেন? আমিও একমত কারণ বর্তমান নাটকে বাবা-মা বা পরিবারের অন্য চরিত্রগুলো বিলপ্ত। এক দু’জন শিল্পী নিয়েই নাটক শেষ করে দেয়া হচ্ছে। এমন অভিযোগ আামাকেও শুনতে হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে সব নাটক অভিভাবকহীন থাকবে সে নাটকে কাজ করব না। এতে যদি কেউ আমার প্রতি রাগ করে তাহলে আমার কিছু করার নেই। আমরা তো বাবা মা বিহীন জন্ম নেইনি। তাহলে নাটক কেন অভিভাবকহীন হবে? শাওন আগের থেকে চুজি। বুঝে শুনে কাজ করার চেষ্টা করছেন। চলতি বছর ছোটপর্দার প্রিয় মুখ টয়াকে বিয়ে করেন শাওন। তিনি বলেন, সদ্য বিয়ে করেছি সবার দোয়ায় ভাল আছি। আমাদের বোঝাপড়াটা ভাল। বন্ধুত্বের খুনসুটি সবই আছে। ভাল গল্প ছাড়া আর টয়া-শাওনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে না। এমনও শোনা যায় গল্পকার পরাধীন- একজন পরিচালকের পছন্দ থাকতে পারে তবে এর অপপ্রয়োগ অন্যায়। গল্পকার স্বাধীন। ওটিটি মাধ্যম কিভাবে দেখছেন? বাংলাদেশে ওটিটি মাধ্যমের অপার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অভিনেতাদের কাজের মান বাড়াতে হবে। কারণ দর্শক মানহীন কাজ দেখবে না। তাই অভিনেতার দায়িত্ব দিগুণ বেড়ে যাবে। কারণ টাকা খরচ করে কেউ মানহীন কাজ দেখবে না। গল্পের প্রয়োজনে অনেক সিন থাকতে পারে যেটি আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না তবে সর্তকতার সঙ্গে চাইলেই এড়িয়ে যেতে পারি। যেগুলো একান্ত দেখানো দরকার সেটি শৈল্পিকভাবে দেখানো সম্ভব। সর্বশেষ এ অভিনেতা বলেন, করোনা আমাদের শিক্ষা দিয়ে গেছে ছোট একটা জীবন। আশেপাশের মানুষদের ভালবাসতে হবে। সবাই সচেতন হন নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।
×