ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাবনার অধ্যাপক মনোয়ার হোসেন জায়েদীর করোনায় মৃত্যু

প্রকাশিত: ১২:৪১, ১ অক্টোবর ২০২০

পাবনার অধ্যাপক মনোয়ার হোসেন জায়েদীর করোনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা সরকারি মহিলা কলেজের (অবসরপ্রাপ্ত) ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট গবেষক, লেখক মনোয়ার হোসেন জায়েদী আর নেই। তিনি আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় করোনা আক্রান্ত হয়ে পাবনা জেনালেল হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। মনোয়ার হোসেন জায়েদী নানান শারীরীক অসুস্থতায় ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে ২দিন আগে পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। এদিকে মনোয়ার হোসেন জায়েদীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সংবাদকর্মীদের কাছে সকাল থেকেই মৃত্যু সংবাদের সত্যতা জানতে বিভিন্নমহলের অসংখ্য ফোন আসতে থাকে। সকাল থেকেই অসংখ্য মানুষ শেষবারের মতো দেখতে তার বাড়িতে হাজির হন। তাঁর মৃত্যুতে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক কলামিষ্ট রনেশ মৈত্র গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন পাবনার মানুষ নিরংকারি অসম্প্রদায়িক চেতনাসম্পন্ন একজন লেখক গবেষককে হারালো। পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
×