ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী

প্রকাশিত: ২১:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২০

বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাগঞ্জ ॥ গোমস্তাপুরে এক পল্লী চিকিৎসকের প্রতারণার শিকার গৃহবধূ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। বিয়ের আশ্বাসে প্রতারিত হয়ে অর্থসম্পদসহ সর্বস্ব হারিয়েছেন ওই গৃহবধূ। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের নেমালপুর গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেলের কাছে করা ওই গৃহবধূর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের কাশরইল গ্রামের হুমায়ন রেজার ছেলে গ্রাম্যচিকিৎসক মিজানুর রহমান রাজু (৪০), ওই গৃহবধূর বাসায় চাকরি সূত্রে ঢাকায় অবস্থানরত স্বামীর অবর্তমানে চিকিৎসা করতে গিয়ে নেশাজাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তার অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে। পরে ওই ভিডিওচিত্র তার স্বামী ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন অব্যাহত রাখে ওই পল্লীচিকিৎসক। একপর্যায়ে গৃহবধূ তাকে বিয়ের জন্য চাপ দিলে সে মিথ্যা আশ্বাস দিয়ে তার কাছে প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও দামী আসবাবপত্র হাতিয়ে নেয়। স্বামী বিষয়টি বুঝতে পেরে প্রথমে গোমস্তাপুর থানার তৎকালীন ওসি (তদন্ত) শামীম হোসেনের কাছে অভিযোগ দায়ের করলেও অজ্ঞাত কারণে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেন ওই গৃহবধূর স্বামী। পরে তিনি বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হন। কিন্তু অভিযুক্ত ওই পল্লীচিকিৎসক শুনানির দিন তারিখে হাজির না হয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতকে অবমাননা করে। পরে ওই গৃহবধূ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমানের কাছে ঘটনার সুবিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রসঙ্গে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি। তদন্তে ওই পল্লীচিকিৎসক এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রাজশাহীতে মাদক বিরোধীসভা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে এ্যাডভোকেসি সভায় মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সোমবার সকালে নগরীর একটি অভিজাত কনফারেন্স কক্ষে লাইট হাউস কনসোর্টিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে মাদক বিরোধী কার্যক্রম ‘ড্রাগ এবিউজ রেসিসটেন্ট এ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (দাঁড়াও)’ কর্মসূচীর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু।
×