ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবির ৫ রোভারের হেঁটে পথ পাড়ি দেয়ার যাত্রা শুরু

প্রকাশিত: ২৩:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

জবির ৫ রোভারের হেঁটে পথ পাড়ি দেয়ার যাত্রা শুরু

জবি সংবাদদাতা ॥ বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনকারী ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচজন রোভার ‘কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে’ শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণের উদ্দেশে বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করেছে। রোভাররা হলেন রোভার মোঃ ইমতিয়াজ মাহমুদ (দলনেতা), রোভার মোল্লা মামুন হাসান (সদস্য), রোভার আলমগীর হোসেন (সদস্য), রোভার আনোয়ার হোসেন (সদস্য), রোভার নাজমুল হাসান মুন্না (সহকারী দলনেতা)। রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট এ্যাওয়ার্ড পাওয়ার লক্ষ্যে তারা এই সফর করবে। পাঁচ দিনব্যাপী ওই প্রোগ্রামে তারা শ্রীমঙ্গল থেকে রাজনগর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, জৈন্তাপুর হয়ে জাফলং পযর্ন্ত হেঁটে পথ পাড়ি দেবেন। এই সময় সমাজ সচেতনতামূলক পাঁচটি সেøাগান তারা বহন করবে- ‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোভিড-১৯ মুক্ত থাকুন’ ‘মুজিববর্ষের আহ্বান, বেশি বেশি গাছ লাগান’ ‘স্বেচ্ছায় করব রক্তদান, আমার রক্তে বাঁচবে প্রাণ’ ‘করবো মোরা ধূমপান-মাদক বর্জন, গড়বো মোরা সুখের জীবন’। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন।
×