ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা দিতে চায় মাইডাস

প্রকাশিত: ২২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা দিতে চায় মাইডাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা গ্লোবাল মাইডাস। এছাড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় কোন প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও ঋণ দিতে চায় সংস্থাটি। সম্প্রতি গ্লোবাল মাইডাস গ্রুপের চেয়ারম্যান ইনডার প্রিট সিংহ এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছেন অর্থসচিব আবদুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি)। প্রস্তাবটি গুরুত্বসহকারে নিয়েছে সরকার। জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) নির্ধারণ করা হয়েছে। নতুন চ্যালেঞ্জ করোনা মোকাবেলায় বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাতে বড় প্রকল্প গ্রহণ করার নিদের্শনা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। এ লক্ষ্যে এবারের সর্বকালের রেকর্ড ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বড় অঙ্কের এই বাজেট বাস্তবায়নে ঘাটতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বিশ্ব ব্যাংক গ্রুপ, এডিবি, আইডিবি, জাইকাসহ বিভিন্ন দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চাওয়া হয়। এ পরিস্থিতিতে গ্লোবাল মাইডাস দেশের মেগা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা দিতে চাচ্ছে। এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন এক কর্মকর্ত জনকণ্ঠকে বলেন, গ্লোবাল মাইডাস নানা প্রকল্পে বড় অঙ্কের ঋণ দিতে চায়। সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটা চিঠি দেয়া হয়েছে। এটা ইআরডিতে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। অপরদিকে ইআরডির এশিয়ান ডেস্কের উর্ধতন এক কর্মকর্তা এ চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। অর্থসচিবকে পাঠানো চিঠিতে গ্লোবাল মাইডাস বলেছে, বড় ধরনের গ্রীন ফিল্ড প্রকল্প, রেলওয়ে, মেট্রোরেল, বিমানবন্দর উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুত কেন্দ্র নির্মাণ ও আইটি পার্কের মতো বড় প্রকল্পে ঋণ দিতে আগ্রহী গ্লোবাল মাইডাস। বিভিন্ন ধরনের ঋণের পাশাপাশি সরকারী ও বেসরকারী খাতে বন্ডে বিনিয়োগও করেছে গ্লোবাল মাইডাস। সংস্থাটি সরকারী-বেসরকারী অংশীদারিত্বের প্রকল্পে (পিপিপি) আগ্রহের কথাও জানিয়েছে। ঋণ দেয়ার আগ্রহ জানিয়ে গ্লোবাল মাইডাসের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছে। চিঠিতে আরও বলা হয়, কর্পোরেট বন্ড, সভরেন বন্ড, ডেভেলপমেন্ট বন্ডসহ যেকোন প্রাতিষ্ঠানিক খাতে ঋণ কর্মসূচী দিয়ে থাকে এ সংস্থা। এদিকে, গ্লোবাল মাইডাসের বাংলাদেশের প্রধান শেখ সরওয়ার বলেন, সরকারের বাজেট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই ঘাটতি বাজেট সমতুল্য ঋণ দিতে আগ্রহী আমরা। বর্তমানে দেশের অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার খোঁজ নেয়া হচ্ছে। আমরা বড় অঙ্কে ঋণ দিতে আগ্রহী। সুদের হার নির্ধারণ করা হবে আলোচনার ভিত্তিতে। তবে সেটি হবে আন্তর্জাতিক রেট অনুযায়ী। নেপাল, সিঙ্গাপুর, ভারতসহ কয়েকটি দেশে বড় অঙ্কের ঋণ দিয়েছে গ্লোবাল মাইডাস। এখন বাংলাদেশে স্বল্প সুদে ঋণ দিতে এগিয়ে আসছে এ সংস্থা।
×