ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে- রিজভী

প্রকাশিত: ১৮:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে- রিজভী

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতেও সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত মোহাম্মদদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মহিলা দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে এ সরকারের শেষরক্ষা হবে না, এর হিসাব একদিন জনগণকে দিতেই হবে। যতই নিপীড়ন চালানো হোক, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড চালানো হোক বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি তার আপন গতিতেই এগিয়ে যাবে। রিজভী বলেন, বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই অংশ হিসেবে প্রয়াত মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে আর্থিক সহায়তা করা হলো। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে গুম করা হয়েছে। ধরে নিয়ে হত্যা করা হয়েছে। কয়েকলাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। রিজভী বলেন, এই করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী সবসময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে। এ সহায়তা অব্যাহত থাকবে।
×