ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে কষ্টে গড়া সম্পর্ক নষ্ট হচ্ছে পেঁয়াজের জন্য ॥ সংসদীয় কমিটি

প্রকাশিত: ২১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২০

ভারতের সঙ্গে কষ্টে গড়া সম্পর্ক নষ্ট হচ্ছে পেঁয়াজের জন্য ॥ সংসদীয় কমিটি

সংসদ রিপোর্টার ॥ চলতি মাসের শেষনাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে সীমান্ত হত্যা ও পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়ে জোরালো বক্তব্য উত্থাপনের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে পেঁয়াজের মতো ছোট বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়, আগামী ২৯ সেপ্টেম্বর জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটি ওই বৈঠকে দু’টি বিষয়ে আলোচনা করে প্রতিবেদন জমা দিতে বলেছে। ওই প্রতিবেদন নিয়ে সংসদীয় কমিটি আবারও এই ইস্যুতে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান জনকণ্ঠকে বলেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। ন্যাচারাল বন্ধুও। ভারতও তা অতীতে বার বার প্রমাণ করেছে। কিন্তু পেঁয়াজের মতো ছোট ছোট কিছু কর্মকান্ড সেই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব ফেলছে। এত কষ্ট করে সম্পর্ক উন্নয়ন করি, আর ছোট্ট পেঁয়াজের জন্য সম্পর্ক নষ্ট হয়। এর কারণে জনমনে বিরূপ প্রভাব পড়ে। গত বছরও হঠাৎ পেঁয়াজ আসা বন্ধ করায় জনগণ কষ্ট পেয়েছে, এবারও তাই। হঠাৎ পেঁয়াজ বন্ধ করে দিয়ে পরে দুঃখ প্রকাশ করাটা অনাকাক্সিক্ষত। বিষয়টি নিয়ে আলোচনা হওয়া জরুরী।
×