ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সর্প দংশন দিবস পালিত

প্রকাশিত: ২১:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

আন্তর্জাতিক সর্প দংশন দিবস পালিত

স্বাস্থ্য অধিদফতরের ৪র্থ এইচপিএনএসপির আওতায় বাস্তবায়নাধীন ননকমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে শনিবার সকালে ‘৩য় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস ১৯ সেপ্টেম্বর ২০২০’ শীর্ষক অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে বাংলাদেশের প্রতিপাদ্য বিষয় ‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’। প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডাঃ এবিএম খুরশিদ আলম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাঃ বারদান জুং রানা। -বিজ্ঞপ্তি
×