ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩০ কেজি করে চাল পাবে সাড়ে ১০ লাখ দুস্থ

প্রকাশিত: ০০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২০

৩০ কেজি করে চাল পাবে সাড়ে ১০ লাখ দুস্থ

বিশেষ প্রতিনিধি ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আগামী দুই বছর ভিজিডির মাধ্যমে মাসে ৩০ কেজি করে চাল পাবে প্রায় সাড়ে ১০ লাখ দারিদ্র্যপীড়িত ও দুস্থ গ্রামীণ নারী। আগামী ২০২১, ২০২২ দুই বছরে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) নতুন চক্রের উপকারভোগীদের এই চাল দেয়া হবে। আগামী জানুয়ারিতে এই কার্যক্রম শুরু হবে। চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। এতে মোট উপকারভোগীর সংখ্যা হবে ১০ লাখ ৪০ হাজার। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা’ শেষে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, করোনা মহামারীর কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
×