ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৪১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০২০

করোনায় দেশে আরও ৪১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৮২৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৫৯৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৯৯৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫৫টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দশজন এবং ৬০ বছরের বেশি বয়সী ২৪ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় চারজন, বরিশালে একজন, সিলেটে দুজন, রংপুরে পাঁচজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৫ জন ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেছেন এবং মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে দুজন।
×