ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ব্যাটারি কারখানায় ডাকাতি ॥ চীনা নাগরিক আহত

প্রকাশিত: ২১:২৭, ৮ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরে ব্যাটারি কারখানায় ডাকাতি ॥ চীনা নাগরিক আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চীনা ব্যাটারির এক কারখানায় রবিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের মারধরে ওই কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হি (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার নিরাপত্তা প্রহরীসহ দু’জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো জাফরনগরে লতিফপুর রোডস্থিত জং টিয়ান লিমিটেড নামের ব্যাটারি কারখানাটির উৎপাদন কার্যক্রম গত দু’সপ্তাহ আগে চালু হয়। পুরনো ও বাতিল ব্যাটারি সংগ্রহ করে সেগুলো এ কারখানায় ভেঙ্গে ও গলিয়ে প্রাপ্ত সীসাসহ বিভিন্ন মালামাল বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। রবিবার রাত পৌনে দুইটার ৭/৮ জনের একদল ডাকাত এ কারখানায় হানা দেয়। তারা দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হি (৫৫) কে জিম্মি করে। এ সময় তারা কারখানার মালিককে মারধর ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে ওয়াং হি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
×