ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরানো হলো লেগুনা স্ট্যান্ড

প্রকাশিত: ২৩:৫৪, ২ সেপ্টেম্বর ২০২০

সরানো হলো লেগুনা স্ট্যান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনের রাস্তার লেগুনা স্ট্যান্ডটি স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন লেগুনা স্ট্যান্ডটিতে অভিযান চালিয়ে নগর ভবনের পূর্ব পাশে একটি বে-তে সরিয়ে দেন। এর ফলে নগর ভবনের গুলিস্তান প্রান্তে লেগে থাকা নিত্যদিনের যানজট নিরসন এবং লেগুনা ব্যবস্থাপনাও একটি শৃঙ্খলার মধ্যে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমান ঠিকানার লেগুনা স্ট্যান্ডে (বে) সাতটি রুটের ৫৪টি লেগুনা যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করতে পারবে। লেগুনা স্ট্যান্ড স্থানান্তর প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা মোতাবেক নগর ভবনের সামনের রাস্তা থেকে অবৈধ লেগুনা স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়েছে।
×