ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামাই প্রণব মুখার্জীর মৃত্যুতে শোকাহত

প্রকাশিত: ২১:১১, ২ সেপ্টেম্বর ২০২০

জামাই প্রণব মুখার্জীর মৃত্যুতে শোকাহত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১ সেপ্টেম্বর ॥ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাই প্রণব মুখার্জীর মৃত্যুতে নড়াইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন। নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরুসহ সামাজিক ও সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আতœার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শুভ্রা মুখার্জীর ছোটভাই কানাইলাল ঘোষ (৭৩) ও শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শুভ্রা মুখার্জীর ভাইজি জামাই অয়ন দাস জানান, বুধবার সকাল ১০টায় শুভ্রা মুখার্জীর মামা বাড়ি সদরের তুলারামপুর কালি মন্দির প্রাঙ্গণে প্রয়াত এই রাষ্ট্রপতির স্মরণে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শুভ্রা মুখার্জীর নিজ বাড়ি সদরের ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রাম এবং মামা বাড়ি সদরের তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামে চলছে মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার ও প্রার্থনা। সদরের ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ। তারা ৪ ভাই ৪ বোন। ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর এ বাড়িতেই জন্মেছিলেন। মা মিরা রানী ঘোষ। একই উপজেলার তুলারামপুর গ্রামে শুভ্রার নানা বাড়ি। ১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গে চলে যান। শুভ্রার ভাইবোনেরা কালক্রমে ভারতে চলে গেলেও অমরেন্দ্র ঘোষের অপর সন্তান শুভ্রার ছোট ভাই কানাইলাল ঘোষ পৈত্রিক ভিটায় প্রদীপ জ্বালাচ্ছেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে মাত্র ১৪ বছর বয়সে প্রণব মুখার্জীর বিয়ে হয়। বর্তমানে অভিজিৎ মুখার্জী ও সুরজিৎ মুখার্জী নামে দুই ছেলে এবং শর্মিষ্ঠা মুখার্জী নামে এক মেয়ে রয়েছে তাদের। ৪০ বছর পরে ১৯৯৫ সালে শেকড়ের সন্ধানে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা মুখার্জী বেড়াতে এসেছিলেন নড়াইলে। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তিনদিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ এ্যান্ড রেফারেল) হাসপাতালে শুভ্রা মুখার্জী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রণব মুখার্জী দিল্লীর আর্মি হাসপাতাল রিসার্চ এ্যান্ড রেফারালে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে শুভ্রা মুখার্জীর নামে তার মামাবাড়ি চাঁচড়ায় একটি মন্দির ও একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়। ভারত সরকারের অর্থায়নে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে ভারত-মৈত্রী ছাত্রী হোস্টেল নির্মিত হয়েছে। এছাড়া শহরতলী বাঁশভিটায় শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলেও তা বন্ধ রয়েছে।
×