ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২১:০৭, ২ সেপ্টেম্বর ২০২০

টুকরো খবর

তিন পার্বত্য জেলায় সোলার প্যানেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১ সেপ্টেম্বর ॥ তিন পার্বত্য জেলায় বিদ্যুতবিহীন এলাকায় প্রায় ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার ৫শত পরিবারের মধ্যে সোলার বিতরণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মঙ্গলবার সকালে জেলার সুয়ালক ইউনিয়ন পরিষদে স্থানীয় বাসিন্দাদের মাঝে হোম সোলার সিস্টেম বিতরণের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং একথা বলেন। এ সময় পার্বত্যমন্ত্রী আরও বলেন, পার্বত্য এলাকার দুর্গম এলাকায় দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করা হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে দুর্গম এলাকাগুলো বিদ্যুত সুবিধার আওতায় চলে আসবে। অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী সুয়ালক ইউনিয়ন পরিষদে ৪৩জন গরিব পরিবারের হাতে সোলার হোম সিস্টেম তুলে দেন। পরে মন্ত্রী সুয়ালক ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুয়ালক -সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে রেইচা বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ অনেকে উপস্থিত ছিলেন। স্পিডবোটের সংঘর্ষে শিশু নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার শাখা নদী বাবুরচরে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত রজিয়া আক্তার (১১) হিজলার মেমানিয়া ইউনিয়নের বড়াইয়া গ্রামের বেলাল রাঢ়ীর কন্যা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার তথ্যের সত্যতা স্বীকার করে জানান, রাজিয়া গত কয়েকদিন ধরে একই ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের তার মামা আব্দুল্লাহর সঙ্গে থাকত। শনিবার আব্দুল্লাহ চিকিৎসার জন্য বরিশাল শহরে আসেন। এ সময় তার সঙ্গে রাজিয়াও গিয়েছিল। সোমবার চরকুশুরিয়া ফেরার জন্য মামা ভাগ্নি হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত আটটার দিকে হিজলা গৌরনদী রুটের স্পিডবোটে ওঠেন। এ সময় বোটে চালকসহ তারা তিনজন ছিলেন। সোয়া আটটার দিকে মেমানিয়া মেঘনা মোহনার বাবুরচরের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। ওই স্পিডবোটে চালকসহ ছয়জন ছিল। বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১ সেপ্টেম্বর ॥ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আশ্রাফিয়া বেগম নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তিনি সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী। মঙ্গলবার রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। ভোরে স্থানীয়রা নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং বাড়ির পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করলে পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় হাতির পালটি লাল মিয়ার বসতঘর, মানিক মিয়ার মাছের খামার ঘর ও সেলিমের খামার ঘর ভাংচুর করে। সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, গত কয়েক দিন ধরে ১০-১২টির একটি বন্য হাতির দল একের পর এক ঘরবাড়ি ভাংচুর করে চলেছে। হাতির হামলার বিষয়ে বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে ১০-১২টির একটি বন্য হাতির দল গহীন পাহাড় থেকে নেমে সারারাত আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতি হামলা চালায়। হাতির দল ফসলের খেত, বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষতি করে। এই ঘটনায় এলাকার মানুষ নির্ঘুত রাত কাটানোর পাশাপাশি চরম আতঙ্কে আছে। নদীতে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ সেপ্টেম্বর ॥ নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পড়ে সারোয়ার হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সারোয়ার একই মজর আলীর ছেলে। জানা যায়, সকালে মজর আলী ও তার স্ত্রী তাদের শিশুকে নিয়ে বাড়ির পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়ানোর কাজ করতে যায়। সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়িতে বিদ্যুতস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (৬৫) নামে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের স্ত্রী। ফুলবাড়ী থানা পুলিশ জানান, নিহত বৃদ্ধার বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়েছিল। রান্না শেষে পানি নিয়ে আসার সময় নিচু বারান্দার টিন মাথায় লাগলে, তিনি বিদ্যুতপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটে যুবক নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কালাই উপজেলার বিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানা পুলিশ জানান, কালাই উপজেলার বিয়ালা গ্রামের জামেদ আলীর ছেলে শহিদুল ইসলাম সকালে পুকুরের বৈদ্যুতিক লাইনের সংযোগ বন্ধ করতে যায়। তখন অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১ সেপ্টেম্বর ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে দরগাপাড়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ রাস্তা পাড় হচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মোঃ লালন (৩৯)। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম আবুল কালাম। সোমবার রাত ৯টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেফতার লালনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হত্যা মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আল-আমিন সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ঢাকার একটি হাসপাতালে নয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়।
×