ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খন্দকার মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন

প্রকাশিত: ২১:৩৫, ১ সেপ্টেম্বর ২০২০

খন্দকার মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৩১ আগস্টি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন ইটপাটকেল ও জুতা নিক্ষেপসহ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামীযুবলীগের উদ্যোগে সোমবার বিকালে দশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচী পালন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধুর হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক এটা আজ প্রমাণিত। আর পর্দার আড়ালে থেকে ১৫ আগস্ট হত্যাকান্ডের সকল পরিকল্পনা বাস্তবায়ন করেছে জিয়াউর রহমান। মেজর মোহাম্মদ আলী আরো বলেন, কমিশন গঠন করে ১৫ আগস্ট হত্যাকান্ডের অন্তরালে সকল কুশীলবদের খুজে বের করে বিচারের আওতায় আনতে হবে। খুনী মোশতাকের দায় দাউদকান্দিবাসী তথা কুমিল্লাবাসী মেনে নিবে না। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার করেছেন। পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেয়া হচ্ছে। দাউদকান্দি তথা কুমিল্লাবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর অন্যতম খুনি মোশতাকের মরণোওর বিচারের জন্য সংসদে ও বিল পাস করার জন্য অনুরোধ করছি এবং তার স্থাবর-অস্থাবর সম্পওি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছি। পরে বঙ্গবদ্ধুর খুনী খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
×