ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক

প্রকাশিত: ২১:৩৩, ১ সেপ্টেম্বর ২০২০

খুলনায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইটের আঘাতে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম নামক গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ফুলজান ও হাসান গাজী নামে দুজনকে আটক করেছে। স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম ও হাসান গাজীদের সঙ্গে জমিজমা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, সোমবার সকালে হাসান গাজী ও তার ভাইয়েরা গোয়ালঘর তৈরি করতে গেলে সিরাজুল ইসলাম বাধা দেন। এসময় দুই পক্ষের তর্কবিতর্ক ও ইট ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া ইট সিরাজুল ইসলামের মাথায় গুরুতর আঘাত করে। এতে তার মৃত্যু হয়। মোল্লাহাটে যুবক স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইব্রাহিম ফকির (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম উপজেলা সদরের গাড়ফা গ্রামের পিন্টু ফকিরের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় মোল্লাহাট থানার অদূরে গাড়ফা-গিরিশনগর এলাকায় একই পরিবারের ওপর দুই দফা হামলার ঘটনায় গুরুতর আহত হয় ইব্রাহিম ফকির ও আখি বেগম দম্পতিসহ ওই পরিবারের কয়েক ব্যক্তি। এরপর তাদেরকে হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে প্রথমে খুলনা ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে ইব্রাহিম মারা যান। ইব্রাহিমের পরিবার জানায়, একই এলাকার কালাম সরদারের ছেলে প্রতিপক্ষ হোসেন সরদারের কাছে দুই লাখ টাকা পাওনা রয়েছে। টাকা চাওয়ায় গত ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় দুই দফা হামলা চালায় হোসেন সরদারসহ ১০/১২ জন।
×