ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভাড়াটিয়ার পক্ষের লোকজনের হাতে আহত বাড়িওয়ালার মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৬, ২৯ আগস্ট ২০২০

ভাড়াটিয়ার পক্ষের লোকজনের হাতে আহত বাড়িওয়ালার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ আগস্ট ॥ জেলার শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় ভাড়াটিয়ার সঙ্গে সংঘর্ষে রডের আঘাতে গুরুতর আহত বাড়িওয়ালা আবু আলম আকন (৫২) বৃহস্পতিবার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় আবু আলমের ৩ তলার বাড়ির নিচতলায় মায়া বেগম (৪৫) নামে এক মহিলা প্রায় ৩ বছর ধরে ভাড়া থাকেন। মায়া বেগম ও তার পরিবারের উচ্ছৃঙ্খল আচরণ ও চলাচলে আবু আলম আকন দীর্ঘদিন ধরেই বাড়ি ছেড়ে দিতে তাকে নোটিস দেন। কিন্তু ভাড়াটিয়া কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চায়নি। এর জের ধরে গত সোমবার দুপুরে বাড়িওয়ালা আবু আলম আকন এর সঙ্গে ভাড়াটিয়া মায়া বেগমের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ভাড়াটিয়া মায়া বেগমের ভগ্নিপতি বিপ্লব মিয়ার নেতৃত্বে ৬/৭ জনের একটি দল বাড়িওয়ালা আবু আলম আকন ও তার পরিবারের ওপর হামলা চালায়। তাকে মারধরসহ বুকে রড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
×