ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় ৪জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ২৯ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় ৪জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ও বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জন মারা গেছেন। এছাড়া মাগুরায় দুই স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। শুক্রবার জেলা শহরের ভাদুঘর ও আখাউড়া উপজেলায় মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলো- ৭ বছরের শিশু তাবাসুম ও আসমা বেগম (২৫)। খোঁজ নিয়ে জানা যায়, শহরের ভাদুঘর দক্ষিণপাড়ার মুহাম্মদ উবায়দুল মিয়ার মেয়ে তাবাসুমকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। এদিকে বিকেলে আখাউড়ায় উপজেলার মসজিদপাড়ায় বাড়ির ওয়ারিংয়ের কাজ করার সময় ইলেক্ট্রিশিয়ানদের কাজের দিকনির্দেশনা ও পরামর্শ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন কামরুল ইসলামের স্ত্রী আসমা বেগম (২৫)। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা ॥ শুক্রবার দুপুরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া ও চাকুলিয়া গ্রামে বৈশাখী (১২) ও স্বপ্না (১০) নামে দুই স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা যথাক্রমে ইমরোজ আলী ও হাসমত মোল্লার মেয়ে। ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
×