ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস শহিদ

প্রকাশিত: ২২:৪৮, ২৪ আগস্ট ২০২০

করোনায় মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস শহিদ

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। আবদুস শহিদের মৃত্যুতে এনটিভি পরিবারসহ দেশের বিভিন্ন স্তরের সাংবাদিক ও নানা সংগঠনের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার লাশ রবিবার বাদ এশা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশে জানাজা শেষে দাফন করা হয়। আবদুস শহিদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের সভাপতি ছিলেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত ২৫ জুলাই আবদুস শহিদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়।
×