ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ১৩০ জন

প্রকাশিত: ০০:২৮, ২৩ আগস্ট ২০২০

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ১৩০ জন

বিশেষ প্রতিনিধি ॥ শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন বিক্রির ষষ্ঠ দিনে আরও ১৩ ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে প্রথম পাঁচদিনের ১১৭টিসহ ছয়দিনে মোট ১৩০ জন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ফরম কিনলেন। এর মধ্যে জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন, ঢাকা-১৮ আসনে ৪৯ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে দুজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ষষ্ঠদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- নওগাঁ-৬ আসনে মোঃ জাহিদুল ও মোঃ নূরে আলম সিদ্দিকী; পাবনা-৪ আসনে মোঃ আব্দুল মজিদ; ঢাকা-৫ আসনে মোঃ রফিকুল ইসলাম খান মাসুদ, বশির আহমেদ, মাহবুব উদ্দিন আহমদ ও মোঃ হাবিবুর রহমান সিরাজ; ঢাকা-১৮ আসনে মোঃ জিন্নাত আলী, শেখ মামুনুল হক, হƒদয় চৌধুরী, মেজর (অব) মোঃ রেজাউল করিম, শেখ মোহাম্মদ ও মোহাম্মদ ওয়ালী আল কাদির। এর আগে সোমবার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথম পাঁচদিনে (সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার ও শনিবার) ১২০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে।
×