ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪৩ দিনে সরকার ঋণ নিয়েছে ১১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ২১:১৬, ২৩ আগস্ট ২০২০

৪৩ দিনে সরকার ঋণ নিয়েছে ১১ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০২০-২১ অর্থবছরে প্রথম ৪৩ দিনে সরকার ব্যাংক খাত ঋণ নিয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। তবে একই সময়ে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া আগের ২ হাজার ৫৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৪৩ দিনে বা গত ১২ আগস্ট পর্যন্ত সরকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১০ হাজার ৯৫৯ কোটি টাকা। তবে একই সময়ে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কোন ঋণ নেয়নি। বরং আগের নেয়া ঋণের দুই হাজার ৫৩৬ কোটি টাকা পরিশোধ করেছেন। এতে ব্যাংক খাত থেকে নতুন অর্থবছরে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪২২ কোটি টাকা। সূত্র জানায়, চলতি বছরের গত ১২ আগস্ট পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িযেছে ১ লাখ ৪৬ হাজার ৬৭৯ কোটি টাকা। গত অর্থবছর শেষে (৩০ জুন পর্যন্ত) এর পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৭২০ কোটি টাকা। অন্যদিকে বিদায়ী ২০১৯-২০ অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের মোট ঋণ ছিল ৪৪ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার নতুন করোন ব্যাংক ঋণ নেয়নি। বরং দুই হাজার ৫৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। ফলে গত ১২ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ব্যাংক ঋণ কিছুটা কমে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৫০ কোটি টাকা। সূত্র জানায়, নতুন ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি করে ২০ হাজার কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত থেকে ৫ হাজার কোটি টাকা।
×