ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৫ আগস্ট ॥ বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর উদ্ধোধন করা হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে, শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সান্তাহারস্থ কার্যালয়, আদমদীঘি সদরসহ ৬ ইউনিয়ন, সান্তাহার পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদ দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
×