ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের বড় উত্থানে সপ্তাহ পার করল শেয়ারবাজার

প্রকাশিত: ১৭:০৬, ১৩ আগস্ট ২০২০

সূচকের বড় উত্থানে সপ্তাহ পার করল শেয়ারবাজার

কাওসার রহমান- সর্বশেষ/ব্যবসা-বাণিজ্য/ অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। এরই অংশ হিসেবে ভাল কোম্পানির শেয়ারের প্রতিও আগ্রহ বেড়েছে। তালিকাভুক্ত বিমা কোম্পানির সঙ্গে সঙ্গে অবমূল্যায়িত হওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারেরও চাহিদা বেড়েছে। বিশেষ করে ফ্লোর প্রাইজে আটকে থাকা ব্যাংকগুলোর দর বাড়তে থাকা শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলছেন তারা। সবমিলে করোনা প্রকোপকে পাশ কাটিয়ে শেয়ারবাজারে নতুন তারল্য প্রবাহ বাড়াকে সাম্প্রতিক সময়ের বড় অর্জন হিসেবেও দেখছেন তারা। শেয়ারবাজারের এই উত্থানের সময়ে বিশেষজ্ঞরা শেয়ার বাছাইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, শেয়ারবাজারে ভালমন্দ সব কোম্পানির দর বাড়লেও ভাল শেয়ারে থাকাকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। কারণ এতে দীর্ঘমেয়াদে টাকা হারানোর আশঙ্কা কম থাকে। এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবারে ৯ শতাংশের বেশি দর বেড়েছে ৩৩টি কোম্পানির। মোট ৮৫টি কোম্পানির ৫ শতাংশের বেশি দর বেড়েছে। একইভাবে তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলো দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে। পরে রয়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আইএফআইসি ব্যাংকের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ৯৬টির। আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
×