ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিজয় কাব্য’ রণাঙ্গনের স্মৃতিকথা

প্রকাশিত: ০০:০৪, ৯ আগস্ট ২০২০

‘বিজয় কাব্য’ রণাঙ্গনের স্মৃতিকথা

আবু সুফিয়ান ॥ স্বাধীনতার অর্ধশত বছরেও অনেক মুক্তিযোদ্ধা তাদের স্মৃতি রোমন্থন করার তেমন সুযোগ পায়নি। এই অবস্থায় কুড়িগ্রামের উলিপুরের মুক্তিযোদ্ধাদের সেই ভয়াল অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রকাশিত হয়েছে ‘বিজয় কাব্য’ নামের গ্রন্থ। এতে স্থান পেয়েছে ৩৬০ মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিকথা। বইটি প্রকাশ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে উদ্বুদ্ধ করেন উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি তার অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করেছেন, দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধারা যদি তাদের স্মৃতিকথা প্রকাশ করে যেতে পারে তবে পরবর্তী প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস। ‘বিজয় কাব্য’ বইয়ের সম্পাদক সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উল্লেখ করেনÑবইটিতে মুক্তিযোদ্ধাদের কাছে লেখা নেয়ার আগে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : যুদ্ধে যাবার প্রেক্ষাপট, যুদ্ধকালীন ঘঁটনাসমূহ এবং পরিবারের যন্ত্রণা ও নির্যাতন, যুদ্ধ থেকে ফিরে আসার পর পরিবারের সদস্যদের অনুভূতি এবং স্বাধীন বাংলাদেশকে তারা কীভাবে দেখতে চায়। মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিকথা বলার মাধ্যমে যে আলো ছড়িয়ে দিয়েছে তাতে আলোকিত হবে প্রতিটি মানুষ। বিশেষভাবে নতুন প্রজন্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই বাস্তবায়নের পথে হাঁটছেন। সম্প্রতি কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাগণের রণাঙ্গনের স্মৃতিচারণমূলক সংকলন ‘বিজয় কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম। সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, রবিউস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ফিরোজ ম-ল। উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৩৬০ মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিচারণমূলক লেখা ‘বিজয় কাব্য’ গ্রন্থটি সহকারী কমিশনার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সম্পাদনা করেন। সুদৃশ্য এই বইয়ের প্রচ্ছদ করেছেন তারেক ও মহুয়া।
×