ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৪৬, ৯ আগস্ট ২০২০

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন এবং করোনা সঙ্কটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ শনিবার বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরুণ মু-া, অর্থ-সম্পাদক অনিল রবিদাস, সদস্য শিউলি নদীয়া মার্ডি। সংহতি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো।
×